কানাডার রাজধানী টরেন্টোর সাবওয়ে স্টেশনে গুলিতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ গুলির ঘটনা ঘটে।
২১ বছর বয়সী ওই ভারতীয় শিক্ষার্থীর নাম কার্তিক বাসুদেব।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, টরেন্টোতে কার্তিকের ওপর বেশ কয়েকটি গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ বলছে, টরেন্টোর হাওয়ার্ড স্ট্রিটের কাছে গ্লেন রোডে সন্দেহভাজন ওই হত্যাকারীকে বন্দুক হাতে হাঁটতে দেখা গেছে।
এ ঘটনায় টরেন্টোয় ভারতীয় দূতাবাস শোক ও নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
তার নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক টুইটে তিনি লিখেছেন, ‘এ শোকাবহ ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা।’ ছবি: টাইমস অব ইন্ডিয়া