Taekwondo Competition: অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায়, দাদাভাই ক্লাব এর জয়জয়কার

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার।

জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় চলা তাইকুন্ড শিবিরের প্রতিযোগিরা কয়েক বছর থেকেই  দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে।

আরও পড়ুন -  আইটেম ডান্সার হয়েই দিব্যি হিট অ্যান্ড হট রাখি, মেনে নিয়েছেন রাখি সাওয়ান্ত

তবে এবার অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩ টি সোনা, ৬টি রৌপ এবং ১২ টি ব্রোঞ্জ পদক জেতার গৌরব অর্জন করেছে।

এই সাফল্য প্রসঙ্গে দাদাভাই ক্লাব পরিচালিত তাইকুন্ড সিবিরের সভাপতি তপন বানার্জ্জী জানান, অন্যান্য বারের মতো এবারেও প্রীতিযোগীরা খুব ভালো সাফল্য পেয়েছে, এবং সফল প্রীতিযোগীরা এরপর জাতীয় তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নেবে দিল্লিতে।

আরও পড়ুন -  সকল মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা