Missile Attack: রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০, ইউক্রেনে

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনের পূর্বাঞ্চলে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন -  Everyone Is Looking: করিনা কে খুঁজছে সবাই, ক্যাটরিনা-প্রিয়াঙ্কা নয়

ইউক্রেনের রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম প্রধান এই ক্রামাতরস্ক। ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে এর অবস্থান।

দোনেতস্কের গভর্নর বলেন, হামলার সময় রেলস্টেশনে হাজার হাজার মানুষ অবস্থান করছিলেন। তারা অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন -  Zelensky: ‘গণহত্যা’র অভিযোগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে

ইউক্রেনের রেল বিভাগের প্রধান বলেন, অন্তত দুটি রকেট এসে রেলস্টেশনে আঘাত করে। ছবি: বিবিসি।