Protesting Students: স্কুলের ছাত্র সংখ্যা 900-র বেশি, শিক্ষক মাত্র 8, অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ   স্কুলের ছাত্র সংখ্যা 900-র বেশি, শিক্ষক মাত্র 8, অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।

স্কুলে রয়েছে 900 বেশি ছাত্র, শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 8, ঠিকমতো হয় না পড়াশোনা। একাধিক ক্লাস বন্ধ হয়ে থাকে।

এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রীরা। নদীয়ার পলাশীপাড়া থানার গোপীনাথপুর নেতাজী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় এর ঘটনা। জানা যায় পলাশীপাড়া গোপীনাথ পুর নেতাজী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়। ছাত্র-ছাত্রী সংখ্যা 1000 ছুই ছুই। কিন্তু শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র আটজন। ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সহ একাধিক বিষয়ে শিক্ষক-শিক্ষিকার অভাবে ক্লাস বন্ধ হয়ে থাকে। নিয়মিত স্কুলে এলো হয় না ঠিকমতো পড়াশোনা।

আরও পড়ুন -  Sufal Bangla: বাড়ির সামনে থেকেই মিলছে সস্তা শাকসবজি, দুয়ারে বাজার!

দীর্ঘদিন ধরে এভাবেই চলছে স্কুল। অবশেষে নাকাশিপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। না হলে যেভাবে পড়াশোনা চলছে তাতে আর কিছুদিন এইভাবে চললে স্কুল বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন -  Fuchka Shop: এম.এ পাস করে ফুচকার দোকান খুললেন কৃষ্ণনগরের শিম্পি সাহা !

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস বলেন, এর আগে যে কজন শিক্ষক ছিলেন তারা নিজেরাই আবেদন করে অন্যত্র চলে গেছেন। যে কজন রয়েছেন তাদের মধ্যে একজনের আর দিন কয়েক পরেই অবসর নেবেন। এভাবেই দীর্ঘদিন ধরে এই স্কুল চলছে। শিক্ষক না থাকার কারণে ঠিকভাবে পড়াশোনা করানো সম্ভব হচ্ছে না। যদিও তিনি বলেন ছাত্র-ছাত্রীদের এই বিক্ষোভে সামিল হননি।

আরও পড়ুন -  লকডাউনে কাজ নেই, স্কুটি করে নবদম্পতি বিক্রি করছেন ১০টাকায় মাংসের ঝালমুড়ি !