Manasi Sinha: উর্মির ‘ছোট ঠাম্মি’ ধারাবাহিক থেকে সরে এলেন, কেন ?

Published By: Khabar India Online | Published On:

মানসী সিনহা,  দীর্ঘ সময় ধরে ছোটপর্দায় নানা চরিত্রে অভিনয় করেছেন। তিনি যে চরিত্রেই ধরা দেন না কেন  হয়ে ওঠে দর্শকদের অত্যন্ত কাছের। তাকে ছাড়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ’ হয় ভাবা যায় না। উর্মি আর উর্মি ছোট ঠাম্মি মিলে যেন একাকার হয়ে ওঠে। সরকার বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এই চরিত্রটিকে দর্শক সাদরে গ্রহণ করেছেন। দর্শকদের এত ভালোবাসা থাকা সত্ত্বেও আচমকাই মানসী সিনহা সরে এলেন।

আরও পড়ুন -  সুদীপা চ্যাটার্জীর গোপাল অর্থাৎ ছেলে আদিদেব জন্মাষ্টমীর সাজে, গোপালকে দেখে মুগ্ধ

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অনুরাগীদের মন খারাপ করার মতো কোনো কারণ নেই। অভিনেত্রী মানসী সিনহাকে সেখানে চুটিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবেও। তবে কোন ধারাবাহিক থেকে সরে আসলেন অভিনেত্রী?

আরও পড়ুন -  সম্প্রতি ছিল অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)-র জন্মদিন

সান বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক কন্যাদান। সেখানে খলচরিত্রে অভিনয় করতেন মানসী সিনহা। মন্দিরা দেবী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি চরিত্র। ধারাবাহিকে চিত্রনাট্যে তার গুরুত্ব অপরিসীম। আজ থেকে আর তাকে সেই ধারাবাহিকে দেখা যাবে না। তার পরিবর্তে এই ধারাবাহিকে আসছেন ছোট পর্দার অন্যতম সেরা খল নায়িকার স্বাগতা মুখোপাধ্যায়। দুর্গা ধারাবাহিকের দামিনী থেকে তার খলনায়িকা হিসেবে জনপ্রিয়তা দারুন।

আরও পড়ুন -  এক কাপ তৃপ্তিদায়ক চা সহযোগে সুট্টা বার খড়গপুরে তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি আউটলেটটি খুলল

অনুরাগীদের মতে অভিনেত্রী মানসী সিনহা মন্দিরা দেবী চরিত্রটিকে একটি অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। তাকে ছাড়া মন্দিরা দেবী চরিত্রটি ভাবা খুব কঠিন কাজ। তবুও তাদের বিশ্বাস অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় এই চরিত্রের মাধ্যমে দর্শকদের কাছে সমান ভালোবাসা পাবেন। কিন্তু মাঝপথে ধারাবাহিকে আচমকা ছেড়ে আসার কারণ এখনো স্পষ্ট করেননি অভিনেত্রী মানসী সিনহা।