Anubrat Mandal: কেষ্টর কল্যাণে হোমযজ্ঞ দুবরাজপুরে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ   কেষ্টর কল্যাণে হোমযজ্ঞ দুবরাজপুরে।

শারিরীক অসুস্থতার জন্য আজ কলকাতার এস.এস.কে.এম হাসপাতালে ভর্ত্তি রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। আজ বুধবার অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনার জন্য দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে হোমযজ্ঞ করা হয়।

আরও পড়ুন -  Pele: কিংবদন্তি ফুটবলার পেলের নাম ডিকশনারিতে যুক্ত হলো
অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনার জন্য দুবরাজপুরে শিব মন্দিরে হোমযজ্ঞ

এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, বরিষ্ঠ নেতা প্রভাত চ্যাটার্জি, কাউন্সিলর সাগর কুন্ডু, ভাস্কর রুজ, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে সহ অন্যান্য কাউন্সিলাররা।

আরও পড়ুন -  ময়নাগুড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হলো দেওয়াল লিখন