Anubrat Mandal: কেষ্টর কল্যাণে হোমযজ্ঞ দুবরাজপুরে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ   কেষ্টর কল্যাণে হোমযজ্ঞ দুবরাজপুরে।

শারিরীক অসুস্থতার জন্য আজ কলকাতার এস.এস.কে.এম হাসপাতালে ভর্ত্তি রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। আজ বুধবার অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনার জন্য দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে হোমযজ্ঞ করা হয়।

আরও পড়ুন -  স্বামী বিবেকানন্দ ও ডাক্তার বি আর আম্বেদকর মূর্তিতে মাল্যদান করে, পৌরির্বাচনে প্রচারে দিলীপ ঘোষ
অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনার জন্য দুবরাজপুরে শিব মন্দিরে হোমযজ্ঞ

এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, বরিষ্ঠ নেতা প্রভাত চ্যাটার্জি, কাউন্সিলর সাগর কুন্ডু, ভাস্কর রুজ, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে সহ অন্যান্য কাউন্সিলাররা।

আরও পড়ুন -  Earthquake in Turkey-Syria: ৩৬ হাজার প্রাণহানি ছাড়াল, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে