Nuclear Attack: পরমাণু হামলায় তছনছ করতে এক মুহূর্তও সময় লাগবে না, হুমকি দিলেন কিমের বোন

Published By: Khabar India Online | Published On:

 উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের বোন কিম ইয়ো জং সরাসরি হুমকি দিলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার ভূখণ্ডের দিকে আর এক ইঞ্চিও এগোনোর দুঃসাহস করে, তাহলে সিওলসহ পুরো দেশ পরমাণু হামলায় তছনছ করতে এক মুহূর্তও সময় লাগবে না।

উত্তর কোরিয়ার একনায়ক কিমের বোন কিম ইয়ো সরাসরি হুমকি দিলেন পরমাণু হামলার। ঘটনাচক্রে এ বছর এপ্রিলের মধ্যেই নয়টি মহাশক্তিধর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ সেরে ফেলেছে পিয়ংইয়ং। স্বভাবতই তারপর এ হুমকি দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে বহু গুণ।

আরও পড়ুন -  Kim Jong Un: কিমের ‘প্রকৃত যুদ্ধ’ প্রতিরোধে মহড়ার নির্দেশ

কিম জংয়ের ছোট বোন ইয়ো জং। বর্তমানে তাকেই দাদা কিমের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বলে মনে করা হয়। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের সম্পর্ক কেমন হবে, তার ভার কিম দিয়েছেন বোনের হাতেই। কিন্তু কোন প্রসঙ্গে একথা বললেন ইয়ো?

সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি বলেছিলেন, তাৎপর্যপূর্ণভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার তাদের হাতে রয়েছে। একেই হুমকি হিসেবে দেখছে পিয়ংইয়ং। তারই ফল কিমের বোনের এ পাল্টা হুমকি।

আরও পড়ুন -  ‘আর কত রাত একা থাকবো’, জনপ্রিয় গান গাইলেন অভিনেত্রী দেবশ্রী রায়, ভিডিও ভাইরাল

তিনি বলেন, ‘যদি দক্ষিণ কোরিয়ার সেনা আমাদের ভূখণ্ডের এক ইঞ্চি জমিও দখলের মনোভাব রাখে, তা হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। সিওল ভাবতেও পারছে না, কী হতে চলেছে।’

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, ইয়ো জং সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ‘যদি পরিস্থিতি এমনই হয়, যে সত্যিই দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সঙ্ঘাতে জড়াতে চাইছে, তা হলে আগেই বলে রাখি, পরমাণু হামলা মোকাবেলার যেনো প্রস্তুতি থাকে তারা।’

আরও পড়ুন -  WB Government Jobs: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে দোলের উপহার দিলেন, চাকরির সুযোগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ দিকে যাচ্ছে। ইতোমধ্যেই যুদ্ধের আঁচে ফুটছে বিশ্ব অর্থনীতি, জ্বলে পুড়ে মরার অবস্থা সাধারণ মানুষের। এরই মধ্যে আবার রণহুঙ্কার শোনা গেল কোরিয়া থেকে। ছবি: আল জাজিরা