ভীষণ এক নিম্নচাপ

Published By: Khabar India Online | Published On:

ভীষণ এক নিম্নচাপ

খুকু ভূঞ্যা

তুমুল একটা ঝড় উঠবে এবার
আকাশ উজ্জ্বল, সূর্যের কৃপণতা নেই
অগ্নিকোণ বায়ুকোণ ঝলমলে
অথছ ঝড়ের পূর্বাভাস ভীষণ

প্রচণ্ড একটা নিন্মচাপ পাক খেয়ে খেয়ে ঘুরছে
কেউ তাকে আলিঙ্গন করতে পারছে না
চুম্বন করতে পারছে না
সঙ্গমের লালসা বা অন্য প্রলোভনে বশ করতে পারছে না

আরও পড়ুন -  দুর্গা পূজা পরিক্রমা-2022

একসময় সূর্যাস্তের বহু আগে গোটা গোটা নারী খেয়ে ফেলল, গোটা গোটা পুরুষ আর
উদ্দাম আঠারো