Higher Secondary Examination 2022: উচ্চ মাধ্যমিক, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, উঃ ২৪ পরগণাঃ   আর মাত্র একদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা,স্কুল গুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি।

আগামীকাল 2 এপ্রিল শনিবার থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত । শুক্রবার বিদ্যালয়গুলিতে চূড়ান্ত প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় । এবার ছাত্র-ছাত্রীদের নিজেদের বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পরীক্ষার্থীদের জন্য বেশকিছু গাইডলাইন দেওয়া হয়েছে পর্ষদের তরফে । সেই গাইডলাইন মেনে পরীক্ষা হবে বলে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে । বিদ্যালয়ে জীবাণুমুক্ত স্প্রে করার পাশাপাশি সাফ সাফাই করা ও ক্লাস রুমে ও বেঞ্চে নির্দিষ্ট রোল নাম্বার লিখে দেওয়া সমস্ত কিছুই বিদ্যালয়ের তরফে করা হচ্ছে। শুক্রবার দুপুরে এই ছবি ধরা পরল উত্তর ২৪ পরগনার হাবড়ার কামিনীকুমার বালিকা বিদ্যালয়ে । প্রধান শিক্ষিকা জয়িতা দে জানিয়েছেন বিদ্যালয়ের তরফে পর্ষদের দেওয়া গাইডলাইন পড়ুয়াদের আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন -  হাবড়া শহরে হাবড়া পুলিশ ও হাবড়া বিডিওর উদ্যোগে চলছে নাকা চেকিং

জয়িতা দে,কামিনীকুমার বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা