Pride Of Bengal: বাংলার গর্ব ফুটবলারদের সম্বর্ধনা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   বাংলার গর্ব বলতেই ফুটবল। ফুটবলে ইতিহাস গড়তে পারে বাংলা। জাতীয় স্তরে বাংলা দাপিয়ে ফুটবল খেলেছে। আই এস এল ফুটবলেও বাংলার ছেলেদের অভাবনীয় নজির রয়েছে। বাংলার পঁচিশ জন ফুটবলার আই এস এল খেলেছেন বড় ভূমিকা নিয়ে।

আরও পড়ুন -  UN: দেশ ছেড়েছেন ৩০ লাখের বেশি ইউক্রেনীয়, জাতিসংঘ
বাংলার গর্ব বলতেই ফুটবল

যা আমাদের গর্ব। খেলোয়াড়দের পাশে রেফারি ও কোচ আছেন। তাঁদের আই এফ এ থেকে বৃহস্পতিবার সম্বর্ধনা দেওয়া হলো কলকাতার একটি পাঁচ তারা হোটেলে। সম্বর্ধনা সবাই আপ্লুত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দমকল মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার, বি ও এ র সভাপতি স্বপন ব্যানার্জি,সচিব জয়দীপ মুখার্জি ও অন্য ক্রীড়া ব্যক্তিত্বরা।

আরও পড়ুন -  Amitabh-Jaya: অমিতাভ অনেক বড় ব্যক্তি, এখনও জয়ার মুখের উপর কথা বলতে পারেন না !