Youth Congress: গ্যাস সিলিন্ডারকে চিতায় সাজিয়ে প্রতিবাদ, দার্জিলিং যুব কংগ্রেসের

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি যেভাবে দিনের পর দিন বেড়েই চলেছে তার পাশাপাশি বাড়ছে রান্নার গ্যাসের দাম। আর এই রান্নার গ্যাসের দামের বৃদ্ধি নিয়ে ৩০শে মার্চ বুধবার দার্জিলিং যুব কংগ্রেসের পক্ষ থেকে এক ব্যাঙ্গাত্তোক মিছিল বের করা হয়।

আরও পড়ুন -  দেশবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রীর, “আগের মতোই এই লড়াইয়ে আমরাই জিতব।”

উক্ত মিছিলে একটি গ্যাস সিলিন্ডারকে চিতায় সাজিয়ে সকলে মিলে পদযাত্রা শুরু করেন। মিছিলটি হাসমি চক থেকে শুরু হয়ে কিছু এগিয়েই আবার ঘুরে গিয়ে হাসমি চকেই বিক্ষোভ দেখায় তারা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি।

আরও পড়ুন -  VIDEO: এষা গুপ্তা সমস্ত সীমা ভেঙে দিলেন এই গরমে, ভিডিও দেখলে আরও ঘাম ঝরবে