স্বাভাবিক রূপে ফিরেছে বিশ্ব সিনেমার সম্মানজনক পুরস্কার অস্কারের আসর। সোমবার (২৮ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৪তম এবারের আসর শুরু হয়।
সবসময়ের মতো এবারও লাল গালিচায় পা রেখেছেন তারকারা। তুলেছেন নানা ঢঙের ছবি।

রূপালী পোশাকে ক্লাসিক লুকে লিকোরিস পিজ্জার তারকা অ্যালানা হাইম।

‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেসিকা চ্যাস্টেন।

এবারের সেরা অভিনেতা উইল স্মিথ।

লাল গালিচায় লাল পোশাকে এরিনা ডিবোস।

টিমোথি চেলামেট

কোডা সিনেমার অভিনেত্রী এমিলিয়া জোনস।

স্বামী কিথ আরবান এর সঙ্গে নিকোল কিডম্যান।

অভিনেত্রী জেন্ডায়া

অভিনেত্রী র্যাচেল জেগলার
অভিনেত্রী লুপিতা নিয়ং’ও
