Abhishek-Jeet: শেষ শুটিং জিতের সঙ্গেই, অভিষেকের প্রয়াণে কি জানালেন ?

Published By: Khabar India Online | Published On:

  অভিষেক জীবদ্দশায় বারবার অভিযোগ করেছেন, টলিউডে রাজনীতির শিকার হয়েই তিনি হারিয়েছেন তাঁর স্টারডম। কিন্তু তিনি কোনোদিন হয়তো ভাবতেও পারেননি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কতটা জুড়ে তাঁর অস্তিত্ব। মৃত্যুর চব্বিশ ঘণ্টা পরেও বারবার ঘুরে-ফিরে আসছে তাঁর কথা। জিৎ (Jeet)-এর মন ভারাক্রান্ত।

এখনও তিনি ভাবতে পারছেন না, অভিষেক নেই।

আরও পড়ুন -  শপিং মল হবে সব জেলায়, রাজ্যবাসীর জন্য ভালো খবর মমতা সরকারের

দশ জন তারকা দম্পতিকে নিয়ে শুরু হতে চলেছে ‘ইস্মার্ট জোড়ি’ নামে একটি রিয়েলিটি শো যার সঞ্চালক জিৎ। এই রিয়েলিটি শোয়ে দম্পতিদের নিয়ে হবে বিভিন্ন ধরনের গেম শো। তাঁদের দাম্পত্য জীবনের কাহিনী শোনাবেন তাঁরা। এই শোয়ে অংশগ্রহণ করার কথা ছিল অভিষেক ও তাঁর স্ত্রীর। বুধবার এই শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তাঁরা। কিন্তু গত দুদিন ধরে বমি হওয়ার ফলে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন অভিষেক, ক্যামেরার সামনে তিনি দাঁড়াতেই পারেননি।

আরও পড়ুন -  রাখেননি কোনো আয়া, অন্নপ্রাশন হবে না, ‘কেশব-জননী’ মধুবনী জানালেন

অভিষেককে সকলে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তিনি রাজি হননি। তাই বাড়িতেই চলছিল স্যালাইন। বুধবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু অভিষেক কারোর কথা না শুনেই শুটিংয়ে এসেছিলেন। সেটেও যথেষ্ট অসুস্থ থাকার কারণে মেডিক্যাল ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জিৎ। বাড়ি চলে যেতে হয়েছিল অভিষেককে।

আরও পড়ুন -  Desher Mati: দেশের মাটির জনপ্রিয় জুটি রাজা - মাম্পির বিয়ে, রিয়েল লাইফে নয়

কিন্তু শেষরক্ষা হল না। বুধবার মধ্যরাতে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে প্রয়াত হন অভিষেক। বৃহস্পতিবার সকালে অভিষেকের প্রয়াণের খবর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না জিৎ। চলে গেলেন অভিষেক।