নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার মুখার্জি বাগানে শীতলা মায়ের বাৎসরিক উৎসবের সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়ার শিবপুর মুখার্জি বাগান শীতলা সমিতির উদ্যোগে শীতলা মায়ের ৫৯তম বর্ষের বাৎসরিক উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার শিবপুর রামকৃষ্ণপুর লেনের মুখার্জি বাগান শীতলা সমিতির এই পুজোর ৫৯তম বৎসরের শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ সদস্য শ্যামল মিত্র, প্রাক্তন কাউন্সিলর কল্যাণী সরকার, সমিতির যুগ্ম সম্পাদক বুদ্ধদেব সরকার, শেখ আমজাদ আলী, সমাজসেবী মোহন বসু, সুশোভন চট্টোপাধ্যায়, অভিনেত্রী মৌ রায় সহ অন্যান্যরা। এদিন পুজোর উদ্বোধন হয়। এরপর ২৫ মার্চ শুক্রবার পূজারম্ভ হবে। ২৫ থেকে ২৭ তারিখ এই তিনদিন মায়ের গান অনুষ্ঠিত হবে। আগামী ২রা এপ্রিল শনিবার মায়ের অন্নকূট অনুষ্ঠিত হবে বলে সমিতির তরফ থেকে জানানো হয়েছে। মন্ত্রী অরূপ রায় এই পুজোর সাফল্য কামনা করে এলাকাবাসীকে অভিনন্দন জানান।