আবারো টেন্ডার দুর্নীতির অভিযোগ মানিকচকে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ   টেন্ডার দুর্নীতির অভিযোগ মানিকচকে।

আবারো টেন্ডার দুর্নীতির অভিযোগ মানিকচকে।এবার টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপি পরিচালিত মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ফান্ডের সম্পূর্ণ টাকার টেন্ডার না করিয়ে যৎসামান্য টাকার টেন্ডার করানোর অভিযোগ পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডলের বিরুদ্ধে ।অভিযোগ ফান্ডের বাকি টাকা গোপন টেন্ডারের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে এমনটা করেছেন পঞ্চায়েত প্রধান বলে অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডলের বিরুদ্ধে। সোমবার বিকেলে নাগাদ মানিকচক BDO জয় আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের তৃণমূল, কংগ্রেস ,নির্দল সহ মোট 10 জন সদস্যের।

আরও পড়ুন -  Arunita Kanjilal: মিষ্টি হাসি হেসে নেটিজেনদের ঘায়েল করলেন অরুনিতা, ভিডিও ভাইরাল

জানা গেছে মানিকচক গ্রাম পঞ্চায়েতের ফান্ডে বর্তমানে রয়েছে দু’কোটি 37 লক্ষ 50 হাজার টাকা।গত দুই বছর ধরে অভিযোগ পাল্টা অভিযোগের কারণে কোনরূপ উন্নয়নমূলক কাজ হয়নি ।গত কয়েকদিন আগে মাত্র 69 লক্ষ 50 হাজার টাকা কাজের টেন্ডার নোটিশ প্রকাশ করে মানিকচক গ্রাম পঞ্চায়েত ।আর এতেই ক্ষোভে ফেটে পড়েন মানিকচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ও নির্দল সদস্যরা। তাদের দাবি ফান্ডে এত টাকা থাকা সত্ত্বেও কেন মাত্র 69 লাখ লাখ টাকার টেন্ডার করা হচ্ছে। তাদের দাবি বাকি টাকা গোপন টেন্ডারের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে এমনটা করছেন পঞ্চায়েত প্রধান।

আরও পড়ুন -  Self-Help Exhibitions: স্বয়ংসিদ্ধা প্রদর্শনী ও বিপণন মেলা

আর এই অভিযোগে মানিকচক বিডিওর কাছে মানিকচক পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মানিকচক পঞ্চায়েতের 10 জন সদস্য। যদিও তাদের অভিযোগ মানতে নারাজ প্রধান বিউটি মন্ডল ।তার দাবি তিনি শুনেছেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে,কিন্তু তা ভিত্তিহীন, প্রথম ধাপে 69 লক্ষ টাকা টেন্ডার করা হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি টাকার ওপেন টেন্ডার করা হবে ।মানিকচক পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডল আরো অভিযোগ করেন, বিরোধীরা তাকে বারবার গোপন টেন্ডার এর জন্য চাপ দেয়। কিন্তু তাদের দাবি মত গোপন টেন্ডার না হয়ে ওপেন টেন্ডার টেন্ডার হওয়াই তারা আক্রোশবসত অভিযোগ দায়ের করেছেন ।যদিও প্রধানের দাবি নস্যাৎ করেছেন মানিকচক অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান সানোয়ার পারভেজ সানোয়ার পারভেজ বলেন, আমরা ফান্ডের সম্পূর্ণ টাকা ওপেন টেন্ডারের জন্য বহুদিন থেকে দাবি জানিয়ে আসছি।

আরও পড়ুন -  Protest: সায়নী ঘোষকে বেনিয়মভাবে গ্রেফতার ও তৃণমূল কর্মীদের বিজেপির গুন্ডাবাহিনীদের হামলার প্রতিবাদ

কিন্তু পঞ্চায়েত প্রধান তা করছেন না ।এখন নিজের দোষ ঢাকতে আমাদের উপরে দোষ চাপাচ্ছেন। আমরা সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। আমরা আশা করি প্রশাসনিক মহল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।