Aam Aadmi Party: আম আদমি পার্টির সদস্য পদ গ্রহণের প্রচার অভিযান

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ   আম আদমি পার্টির সদস্য পদ গ্রহণের প্রচার অভিযান চললো বারাসাত ব্লক ওয়ানের নীলগঞ্জ হাট সংলগ্ন এলাকায়।

বুধবার সকাল থেকে নীলগঞ্জ হাট সংলগ্ন এলাকায় আম আদমি পার্টির পক্ষ থেকে বাংলা নির্মাণ অভিযানের লক্ষ্যে সদস্যপদের জন্য প্রচারে নামে আম আদমি পার্টির বাংলার সদস্যরা।

আরও পড়ুন -  Web Series: স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করায় স্বামী, একদম একা দেখুন এই সিরিজ

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাড়ুর পোস্টার পড়েছে দেওয়ালে। সেই পোস্টারে একটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আম আদমি পার্টিতে যোগ দিতে সেই নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে। কার্যত সেই মন্ত্রের ভর করে গোটা রাজ্যে নিজেদের ভিত শক্ত করতে চাইছে আপ।

আরও পড়ুন -  Gold Price Today: ক্রেতাদের জন্য এখনও সুযোগ, অপরিবর্তিত সোনার দাম

এবার বুধবার সকালে বারাসাত ১ নং ব্লকের নীলগঞ্জ হাট এলাকায় আম আদমি পার্টির সদস্য পদ গ্রহণের প্রচার অভিযান দেখা গেল। পথ চলতি মানুষ ও দোকানদারদের লিফলেট বিলি করলেন আপের কর্মীরা।

আরও পড়ুন -  Argentina-Croatia Semi Match: সম্ভাব্য একাদশ, সেমির লড়াইয়ে, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া