Aam Aadmi Party: এবার পাখির চোখ পশ্চিমবাংলায়, আম আদমি পার্টি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ   আম আদমি পার্টির পক্ষ থেকে বেথুয়াডহরীতে ওয়াল পোষ্টার লাগানো হল।

দিল্লি ও পাঞ্জাবের সাফল্যের পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এর নেতৃত্বে এবার পাখির চোখ পশ্চিমবাংলায়। আর সেই লক্ষ্যকে কেন্দ্র করে গোপনে সংগঠন বানিয়ে ফেলেছেন গ্রামে গঞ্জে আনাচে কানাচে। এবার নদিয়া বেথুয়া ডহরি তে দলের সমর্থনে লাগানো হলো পোস্টার। মানুষ তার আহবানে সাড়াও দিচ্ছেন। তৃনমূল বিজেপিতে বিমমুখ হয়ে চলে আসছেন এই দলে।

আরও পড়ুন -  Lata Mangeshkar: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের চোখে জল জন্মদিনে, ভাইরাল গায়িকার ভিডিও

তার প্রতিক্রিয়া স্বরূপ আজ নাকাশিপাড়া বিভিন্ন জায়গায় ওয়াল পোস্টার লাগালেন দলীয় কর্মীরা। দলীয় প্রচারের ব্যবস্থা করলো আম আদমি পার্টি। আজ রবিবার বেথুয়াডহরী 34 নম্বর জাতীয় সড়কের পাশে স্টেশন রোডে সুভাষচন্দ্র স্ট‍্যাচুর মোড়ে পোস্টার লাগানোর কাজ করলেন আম আদমি পার্টির কর্মকর্তারা । ধর্মদা অঞ্চলের সংগঠনের পক্ষ থেকে পাওয়ার অফ কন্ট্রোলের দায়িত্বে কবীর মল্লিক এবং নাকাশিপাড়া অঞ্চলের শংকর সূর্য নারায়ন রায়ের ও আবু তাহের সেখের নেতৃত্বে পোস্টার লাগান কর্মীরা। পোষ্টার লাগানোর পর আম আদমি পার্টির পক্ষ থেকে আবু তাহের সেখ ও কবীর মল্লিক কী বললেন তাদের মুখ থেকে শুনে নেব।

আরও পড়ুন -  Indian railways: এক ভারত এক টিকিট, ভারতীয় রেল চালু করল, সুবিধা হলো গ্রাহকদের