বিচ্ছেদ

Published By: Khabar India Online | Published On:

বিচ্ছেদ

শিমু কলি  ( বাংলাদেশ ) 

সরিয়ে নাও চোখের সামনে থেকে
শ্বেত শুভ্র তুষার পর্দা…
অবহেলিত নুড়ি কিংবা
হাড়িয়ে যাওয়া পংক্তির মতো….
মুছে ফেলো গৃহকোণ থেকে
অপ্রত্যাশিত সকল স্মৃতিচিহ্ন।।

আরও পড়ুন -  আসতে চলেছে ভারতে দশটি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনের সম্ভাব্য রূটগুলি জানুন

অবিন্যস্ত শব্দগুলোকে আর
গেঁথোনা কথামালায়….
নিঃসঙ্গ নিরাশ্র‍য়ী পাখির ডানা
শুন্যে ভেসে ভেসে খুঁজে পেয়ে যাবে
আশ্রয়ের আবাস নিশ্চয়।।

মুমূর্ষু স্বপ্নমন্দির এর
নড়বড়ে দেবীমুর্তিটা
আলগোছে ভেঙ্গে পড়বে হয়তো
আর কোরোনা সৃষ্টির কষ্ট।।

আরও পড়ুন -  Mimi Chakraborty: নয়া লুকে, হলুদ গাউনে সাংসদ-অভিনেত্রী মিমি, অনুরাগীরা মুগ্ধ

অতীতের কিছু ক্লেদাক্ত সময়কে
ছুড়ে ফেলো ভাগাড়ে….
ধুলোমাখা ডাইরিগুলো ;
রেখোনা আর জঞ্জাল করে।

প্রগাঢ় পদচ্ছাপ খুঁজোনা আর
অমিমাংসিত ব্যালকনিতে….
প্রখর খড়তাপে মনকে পুড়িও না।
অগোছালো জীবন যাপনে আর হবেনা কৈফিয়ত দিতে….

আরও পড়ুন -  Akshara Singh: বিছানায় শুয়ে এমন অবস্থা, অন-ক্যামেরাই ঘটলো এই বিপত্তি, অভিনেত্রী লজ্জায় লাল

পুণর্জন্ম নেই তাই—-
অলক্ষ্যে আসা অশ্রুবিন্দুকে
বিরহ বিলাস না ভেবে,
ভেবে নিও মুক্তির তুখোড় উল্লাস।।