বিচ্ছেদ

Published By: Khabar India Online | Published On:

বিচ্ছেদ

শিমু কলি  ( বাংলাদেশ ) 

সরিয়ে নাও চোখের সামনে থেকে
শ্বেত শুভ্র তুষার পর্দা…
অবহেলিত নুড়ি কিংবা
হাড়িয়ে যাওয়া পংক্তির মতো….
মুছে ফেলো গৃহকোণ থেকে
অপ্রত্যাশিত সকল স্মৃতিচিহ্ন।।

আরও পড়ুন -  রাষ্ট্রপতি সেনা হাসপাতালে বিজয় দিবস উপলক্ষ্যে অর্থ প্রদান করলেন

অবিন্যস্ত শব্দগুলোকে আর
গেঁথোনা কথামালায়….
নিঃসঙ্গ নিরাশ্র‍য়ী পাখির ডানা
শুন্যে ভেসে ভেসে খুঁজে পেয়ে যাবে
আশ্রয়ের আবাস নিশ্চয়।।

মুমূর্ষু স্বপ্নমন্দির এর
নড়বড়ে দেবীমুর্তিটা
আলগোছে ভেঙ্গে পড়বে হয়তো
আর কোরোনা সৃষ্টির কষ্ট।।

আরও পড়ুন -  জাতীয় পতাকা উল্টো করে নারী দিবস পালন তোলপাড় সোশ্যাল মিডিয়া

অতীতের কিছু ক্লেদাক্ত সময়কে
ছুড়ে ফেলো ভাগাড়ে….
ধুলোমাখা ডাইরিগুলো ;
রেখোনা আর জঞ্জাল করে।

প্রগাঢ় পদচ্ছাপ খুঁজোনা আর
অমিমাংসিত ব্যালকনিতে….
প্রখর খড়তাপে মনকে পুড়িও না।
অগোছালো জীবন যাপনে আর হবেনা কৈফিয়ত দিতে….

আরও পড়ুন -  আবার ছবি দিয়ে ঘায়েল করলেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ, নেটদর্শকদের একাংশ চোখ বন্ধ করতে পারছে না – Priya Prakash Varrier

পুণর্জন্ম নেই তাই—-
অলক্ষ্যে আসা অশ্রুবিন্দুকে
বিরহ বিলাস না ভেবে,
ভেবে নিও মুক্তির তুখোড় উল্লাস।।