Semifinals: সেমিফাইনালে মুখোমুখি লিভারপুল ও ম্যানচেস্টার সিটি

Published By: Khabar India Online | Published On:

আগামী মাসে ওয়েম্বলিতে ঐতিহাসিক এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। রবিবার কোয়ার্টার ফাইনালে লিভারপুল দিয়োগো জোতার একমাত্র গোলে চ্যাম্পিয়নশীপের দল নটিংহ্যাম ফরেস্টকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে।

আরও পড়ুন -  UEFA Champions League: লিভারপুল ফাইনালে এক ধাপ এগিয়ে গেলো, ভিয়ারিয়ালকে হারিয়ে

অন্যদিকে প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে সিটি। এর মাধ্যমে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনবারের প্রচেষ্টায় সাউদাম্পটনকে পরাস্ত করতে সক্ষম হলো পেপ গার্দিওলার দল।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী চতুর্থ ইন্ডিয়া এনার্জি ফোরামের উদ্বোধনী ভাষণ দিয়েছেন

শেষ আটের মিশনে ফরেস্ট প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট লিস্টার ও আর্সেনালকে পরাস্ত করলেও লিভারপুলের বিপক্ষে আর শেষ রক্ষা হয়নি।

ম্যাচ শেষে লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ‘এটি একটি নিখুঁত কাপ ম্যাচ ছিল। আমরা জানতাম ফরেস্টের এই ম্যাচে হারানোর কিছু নেই, সে কারনেই তারা নির্ভার হয়ে মাঠে নামবে। তারা আজ সত্যিই দুর্দান্ত খেলেছে, বড় একটি প্রশংসা তারা পেতেই পারে।’

আরও পড়ুন -  জাতির উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত ২’০, (১৭তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ