খুব ইচ্ছে ছিল আমি একজন ভালো অভিনেত্রী হবো, লাবণ্য বিন্দু!

Published By: Khabar India Online | Published On:

বিজ্ঞাপনের প্রিয়মুখ লাবণ্য বিন্দু। আসল নাম শাহনাজ পারভীন লাবণী হলেও ২০১২ সালে ‘সারদ সাজে রঙ-এর দিদি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান তার নাম পরিবর্তন করে মিডিয়ার জন্য রাখেন লাবণ্য বিন্দু। এই নামেই এখন পরিচিত তিনি। মডেল হয়েছেন ৮০টিরও বেশি বিজ্ঞাপনে। নিজেকে বিজ্ঞাপনেই আটকে রাখেন নি, অভিনয় করেছেন বহু নাটকেও।

আরও পড়ুন -  Samira Khan Mahi: অভিনয়ে আসিনি টাকার জন্য, নিজেকে বিকশিত করতে চাইঃ সামিরা খান মাহি

 আমাকে বিজ্ঞাপনেই বেশি ব্যস্ত থাকতে হয়। এতটুকু সময়ে যা পেয়েছি এবং করতে পেরেছি তার জন্য শুকরিয়া। তবে আমার অভিনয়ে নিয়মিত হওয়ার খুব ইচ্ছা। বিজ্ঞাপনে আগে থেকে শিডিউল দিয়ে রাখার কারণে অভিনয়ের জন্য অনেক কাজ মিস হয়ে যায়। আলাদাভাবে সময় পাইনা।

আরও পড়ুন -  Actress Mahiya Mahi: মাহিয়া মাহি ব্যবসা শুরু করছেন, কি ব্যবসা?

লাবণ্য বিন্দু বলেন, আমার খুব ইচ্ছে ছিল আমি একজন ভালো অভিনেত্রী হবো। অভিনয়টা আমার ভীষণ ভালো লাগে, অভিনয় করে যেতে চাই।

বিন্দু প্রথম অভিনয় করেন শেখ রুনার পরিচালনায় আফরান নিশোর সঙ্গে ‘ভালোবাসায় বসবাস’ নাটকে। পরবর্তীতে মেহেদী হাসান হৃদয়ের ‘ইয়ে নয় বিয়ে’সহ এসএ হক অলিক ও আরও বেশ কয়েকজন নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করেন।

আরও পড়ুন -  অভিযানের তৃতীয় দিনে আজ উত্তর কলকাতার দুটি বাজার, বাগমারী ও মানিকতলা বাজারে দামের পর্যবেক্ষণ, পিয়াজ

সম্প্রতি কমল-মুনার পরিচালনায় লাবণ্য বিন্দু একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। হাতে  এখন অনেক কাজ রয়েছে।