হলুদ মনোকিনিতে বেবোকে লাস্যময়ী দেখাচ্ছে! নেটদুনিয়ায় ছবি ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

 বেবো অর্থাৎ করিনা কাপুর, কখনও স্বামী সইফ এবং দুই পুত্র আবার কখনও পারিবারিক বন্ধুর সাথে ছুটি কাটতে বেড়িয়ে পরেন। নিজের এই একান্ত অবসরকে খুব কম ক্যামেরাবন্দি করে রাখেন তিনি। কিন্তু এবারের ছুটিটা বেশ ভালোই উপভোগ করছেন তিনি কারণ এই বারের ছুটিটি বিশেষ।

করিনা কাপুর বর্তমানে তাঁর বোন করিশ্মা কাপুর, ছেলে তৈমুর এবং জেহ আলী খান এবং ভাগ্নে কিয়ান রাজ কাপুরের সাথে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। বিস্তীর্ণ সৈকতকে উপভোগ করে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সাথে যোগ দিয়েছেন তার বন্ধু নাতাশা পুনাওয়ালা। অভিনেত্রী কারিশমা এবং নাতাশার সাথে নিজের একটি ছবি ভাগ করেছেন যখন তারা পুল সেশন উপভোগ করেছেন। পোস্টে, তিনজনকেই জমকালো বিকিনি পরে দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  মুহূর্ত মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্যে, নির্লজ্জতার সকল সীমা পার এই ওয়েব সিরিজ

হলুদ মনোকিনিতে বেবোকে লাস্যময়ী দেখাচ্ছে। করিশ্মাকে একটি কালো এবং নাতাশাকে একটি ধূসর বিকিনিতে দেখা যাচ্ছে। পোস্টটি শেয়ার করে করিনা কাপুর ক্যাপশন দিয়েছেন, “আলোহা এবং “মেয়ে বন্ধুরা”।

আরও পড়ুন -  Malaika Arora: কেমন ছেলে পছন্দ অভিনেত্রী মালাইকার ?

ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের তারকা অভিনেত্রী করিনা কাপুর খান। বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে আসছেন তিনি। জাপানি লেখক কেইগো হিগাসিনো-র ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এস’-র বলিউড ভার্সন আসছে নেটফ্লিক্সে। সেখানে করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জয়দীপ আহাতওয়াত ও বিজয় বর্মা।

 অভিনয়ে ফেরা প্রসঙ্গে কারিনা বলেন, ‘ছবিটির অংশ হতে পেরে আমি বিভিন্ন কারণে উচ্ছ্বসিত। নেটমাধ্যমে এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছি।’

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

পরিচালক সুজয় ঘোষের প্রশংসা করে করিনা বলেন, ‘ওর কাজ দেখেছি। বলাই বাহুল্য ওর ছবি দারুণ লাগে, কাজের নিজস্ব ধরন আছে। তাছাড়া ও কী করতে চাইছে সেই বিষয়েও নিশ্চিত থাকে।’জেহ-এর জন্মের পর এই সিনেমার মাধ্যমেই অভিনয়ে ফিরতে চলেছেন করিনা কাপুর।

আরও পড়ুন -  আটচল্লিশ বছর পার, দাম্পত্য জীবন, অমিতাভ - জয়া