জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, মাল পুরসভার নাম ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   টানটান উত্তেজনা এবং সবরকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার দুপুরে মাল পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই মালবাজার শহরের সত্যনারায়ণ মোড়ে উল্লাসে মেতে উঠল তৃণমূল কর্মি সমর্থকরা।এদিন দলীয় সূত্রে জানা গেছে,স্বপন সাহা চেয়ারম্যান এবং উৎপল ভাদুরী ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।

আরও পড়ুন -  Hot Dance Video: ভোজপুরি গানে যুবতীর হট নাচ, ভাইরাল ভিডিও দেখুন

এরপর স্বপন সাহা এবং উৎপল ভাদুড়ি কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় তৃনমুল কর্মি সমর্থকেরা। চলে মিষ্টিমুখের পালা।

এদিন স্বপন সাহা বলেন,আমি মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে মাল পুরাবাসীর জন্য সবরকম উন্নয়নমূলক কাজ কোরবো। এবং মানুষের পাশে থাকবো। যেসব কাজ অধুরা আছে সেইসব কাজ আগে শেষ করবো।

আরও পড়ুন -  Nanarupe Mahamaya: নানা রূপে মহামায়া আদ্যাশক্তি হচ্ছেন শুভশ্রী, মা দুর্গার অন্যান্য রুপে থাকছেন টেলি অভিনেত্রীরা