জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ, ধৃত শিক্ষক

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগ। ধৃত শিক্ষক। আনা হলো হাওড়া আদালতে।

জঙ্গিদের ‘আশ্রয়’ দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হলেন এক শিক্ষক। ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি (৩৮) বলে জানা গেছে। ধৃতের বাড়ি পুরুলিয়া জেলায়। গত কয়েক বছর ধরে তিনি হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৪ মার্চ রাতে তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দু’জন জেএমবি জঙ্গিকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। জঙ্গি কার্যকলাপের সঙ্গে তিনি নিজেও যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ধৃত আনিরুদ্দিন আনসারিকে বুধবার দুপুরে হাওড়া জেলা আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন -  বাঁকড়া বাদামতলা গার্লস হাইস্কুল এলাকার ভোট কেন্দ্রের লম্বা লাইন