রাশিয়ার চারটি হেলিকপ্টার ভূপাতিত, দাবি ইউক্রেনের

Published By: Khabar India Online | Published On:

 রুশ হামলার ২০তম দিন আজ। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান দাবি করেছেন, তারা রাশিয়ার চারটি হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম হয়েছেন।

বিবিসি লাইভের খবরে বলা হয়, মঙ্গলবারও রুশ বাহিনী ইউক্রেনের নতুন নতুন এলাকা দখলের চেষ্টা চালিয়ে গেছে। তাদের ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনের বাহিনী।

আরও পড়ুন -  কবিতা ভাবি ব্লাউজ ছাড়াই শাড়ি পড়ে ভক্তদের সামনে, ছবি ভাইরাল

রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অব্যহতভাবে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বেসামরিক স্থাপনায়ও হামলা চালাচ্ছে তারা।

ইউক্রেনের যেসব এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী, সেগুলো থাকা হাসপাতাল ব্যবহার করছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

আরও পড়ুন -  Ukraine: ইউক্রেনের দুই জেনারেলসহ ৫০ নিহত ক্ষেপণাস্ত্র হামলায়, দাবি রাশিয়ার

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী,  হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

আরও পড়ুন -  Submerged: চাষের জমি সহ বাড়ি জলমগ্ন হওয়ায়, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। প্রতীকী ছবি।