প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন

Published By: Khabar India Online | Published On:

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 এক অভিনন্দন বার্তায় পাকিস্তানকে পরাজিত করায় দলের সকল খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী।

আরও পড়ুন -  Birthday: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।

আরও পড়ুন -  নাবার্ড এর সহযোগিতায় এটিএম মোবাইল ভ্যান এর আনুষ্ঠানিক উদ্বোধন

পাকিস্তান: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।

আরও পড়ুন -  Sheikh Hasina: বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা