রাধেশ্যাম ছবিতে, প্রভাসের মা জানালার কাছে দাঁড়িয়ে প্রকৃতি-র দৃশ্য দেখছেন

Published By: Khabar India Online | Published On:

 রিলিজ হয়ে গেছে সিনেমা রাধেশ্যাম। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন পূজা হেগড়ে। প্রভাসের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি কিন্তু মোটেও একজন বয়স্ক অভিনেত্রী নয়। তার বয়সের সঙ্গে অভিনেতা প্রভাসের বয়সের তেমন একটা তফাৎ নেই। এই অভিনেত্রীর নাম হল ভাগ্যশ্রী এবং দক্ষিণের সিনেমা জগতে বহুদিন ধরে ইনি একটা আলাদা পরিচয় আছে।

আরও পড়ুন -  Deepika Padukone: মা হতে চলেছেন দীপিকা!

বর্তমানে রাধেশ্যাম ছবিতে প্রভাসের মায়ের চরিত্রে অভিনয় করার জন্য তিনি সব সময় প্রশংসিত হয়ে চলেছেন। একের পর এক বক্স অফিসে সুপারহিট এই সিনেমা। এখানে ভাগ্যশ্রীর অভিনয়ও পাচ্ছে প্রশংসা।

শুধুমাত্র সিনেমা জগতে না, নিজের ভক্তদের কাছেও তিনি বেশ জনপ্রিয় তার সোশ্যাল মিডিয়া পোষ্টের জন্য। তাকে আমরা মাঝে মধ্যেই দেখি একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট করে সকলকে মনোরঞ্জন করছেন অভিনেত্রী। এবারেও তার অন্যথা হলনা। এবারে আমরা অভিনেত্রীকে দেখলাম একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে সকলকে চমকে দিতে।

আরও পড়ুন -  Home: শত শত কোটি টাকার বাড়ি ! অভিনেতা প্রভাস

অভিনেত্রী নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের কিছু বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, শনিবার সানশাইন।

 

View this post on Instagram

 

A post shared by Bhagyashree (@bhagyashree.online)

জানালার সামনে দাঁড়িয়ে দারুন ভঙ্গিমায় পোজ দিলেন অভিনেত্রী। এই লুক সম্পূর্ণ করতে অভিনেত্রী নিজের কানে বেশ বড় বড়ো কানের দুল পড়লেন। সাথেই একটা হালকা মেক আপ করে নিজের পুরো লুকটাকে সম্পূর্ণ করলেন। এইসব ছবিতে তাকে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে এবং তার অন্যান্য ছবির মত এই ছবিগুলিও এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়েছে।

আরও পড়ুন -  Arundhathi Nair: পথ দুর্ঘটনায় গুরুতর জখম, জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী