শিব চতুর্দশী উপলক্ষ্যে উত্তরবঙ্গের প্রাচীন এবং সর্ব বৃহৎ জল্পেশে মেলার আসর

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   সরকারি ভাবে আজ থেকেই শেষ হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। উল্লেখ্য, শিব চতুর্দশী উপলক্ষ্যে উত্তরবঙ্গের প্রাচীন এবং সর্ব বৃহৎ জল্পেশে মেলার আসর বসে। এবারেও বসেছে মেলা, পসরা সাজিয়ে এসেছে দোকান পাট। তবে সরকারি ভাবে মেলার অনুমতি দশদিন। আর তার শেষ হলো বৃহস্পতিবার। গত ১ মার্চ থেকে মেলা শুরু হয় জল্পেশে। আর আজ তার শেষ লগ্নে। তবে গত দু বছর ধরে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এবার জমজমাট মেলা হয়েছে বলে দাবি পূর্নার্থী থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে সরকারি ভাবে মেলা আজ থেকে শেষ হলেও ভাঙা মেলা।

আরও পড়ুন -  জনপ্রিয় ইউটিউবার পপি কিচেন, দ্বিতীয় সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন