ব্রিজ থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, নবম শ্রেণীর এক ছাত্রী!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১১ মার্চঃ   মঙ্গলবাড়ী ব্রিজ থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালো নবম শ্রেণীর এক ছাত্রী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। ভরদুপুরে লোকজনের সামনে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা জানাজানি হতেই ওই ছাত্রীকে উদ্ধারে এগিয়ে আসেন আশেপাশের লোকজন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ছাত্রী উদ্ধার হলেও তার শরীরে আঘাত লেগেছে বলেও জানা গিয়েছে । গুরুতর জখম অবস্থায় তাকে ওই ছাত্রীকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

আরও পড়ুন -  ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ ৫.৫ লক্ষের নিচে নেমে এসেছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে , জখম ওই ছাত্রীর নাম মিষ্টি ঝা (১৪)। সে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে থাকে। মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত রয়েছে ওই ছাত্রী। তার বাবা পেশায় বিএসএফ কর্মী । ওই ছাত্রী অচৈতন্য অবস্থায় থাকলেও তার কাছ থেকে একটি পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ । সেই পরিচয় পত্রে ওই ছাত্রীর নাম ও ঠিকানা জানা গিয়েছে। তবে কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছে ওই ছাত্রী সে সম্পর্কে পুলিশ পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।

আরও পড়ুন -  Sudipa-র শুভ জন্মদিন বাড়িতেই করলেন, ছবি পোস্ট হতেই সকলে শুভেচ্ছা জানালেন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর একটা নাগাদ স্কুল পোশাক পরে মঙ্গলবাড়ী ব্রিজ থেকেই মহানন্দা নদীর মাঝখানে ঝাঁপ দেয় ওই ছাত্রী। এরপরই নদীতে স্নান করার সময় কিছু লোক ওই ছাত্রীকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

আরও পড়ুন -  একটি দেশি পাইপগান সহ দীনবন্ধু শ্রীবাস্তব নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে