Protest: স্বাস্থ্যকর্মীকে নিগ্রহ! প্রতিবাদে হাসপাতলে কর্মবিরতি ও বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   এক স্বাস্থ্যকর্মীকে নিগ্রহের প্রতিবাদে হাসপাতলে কর্মবিরতি ও বিক্ষোভ। কোভিড ভ্যাকসিন দেওয়া কে কেন্দ্র করে বচসা। এরপরই উপস্থিত পুলিশ কর্মীদের সামনে এক স্বাস্থ্যকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ কর্মীদের।ঘটনাটি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের।

আরও পড়ুন -  আসতে করে কোমর দোলালেন সুন্দরী যুবতী ‘দিল লে গায়ি’ গানে, পরনে দুধ সাদা শাড়ি, নেটদর্শকরা জুম করে ভিডিও দেখছে

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গ্রুপ ডি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই কর্মী দেবজিৎ ভদ্র কোভিড ভ্যাকসিন দেওয়ার ডাটা এন্ট্রির কাজ করছিলেন। শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের দু নম্বর গেটের বাসিন্দা বলাই হালদারকে বয়স জানতে চাওয়া কে কেন্দ্র করে বচসা।এরপর হঠাৎ ওই কর্মীকে কিল-ঘুষি মারতে হতে থাকে বলাই হালদার নামের ওই যুবক। হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিকের মাধবেন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশি নিরাপত্তা জোরদার করতে হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে কর্মবিরতি পালন করা বিক্ষোভ দেখান।।তাদের দাবি শান্তিপুর থানা দোষীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিলে তবেই তারা আবার স্বাভাবিক কর্মক্ষেত্রে যোগদান করবেন। যতক্ষণ অভিযুক্তকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই তারা জানিয়েছেন তিনি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল গেটে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ শামিল হন।

আরও পড়ুন -  Urvashi Rautela: ঊর্বশী রাউতেলার ‘গোল্ড ব্র্যালেট’ Look উত্তেজনা ছড়ালেন ইন্টারনেট দুনিয়ায়, অভিনেত্রীর সর্বশেষ ছবি দেখে নিন