International Trafficking Cycle: আন্তর্জাতিক গরু ও কয়লা পাচার চক্রে অভিযুক্ত বিকাশ মিশ্রর জামিনের আবেদন নাকচ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল সিবিআই আদালতে আন্তর্জাতিক গরু ও কয়লা পাচার চক্রে অভিযুক্ত বিকাশ মিশ্রর জামিনের আবেদন নাকচ।মঙ্গলবার একথা জানান বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ।বর্তমানে বিকাশ মিশ্র জেল হেফাজতে থাকার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছে।উল্লেখ্য বিকাশ মিশ্রর এর আগে ২৭ ফ্রেবয়ারি আদালতে হাজিরার নির্দেশ ছিল।তবে অসুস্থ থাকার কারণে তাকে স্বশরীরে হাজির করা যায়নি।এই বিষয়ে বিকাশ মিশ্রর আইনজীবী সোমনাথ চট্টরাজ জানিয়েছেন, এই মুহূর্তে বিকাশ মিশ্রর ৯০ দিনের জেল হেফাজত সম্পূর্ণ হয়েছে তাই আইন অনুসারে ৪০৯ ধারায় অভিযুক্ত বিকাশ মিশ্রর জামিনের আবেদন করা হয়। যদিও সিবিআই আদালতের বিচাকর রাজেশ চক্রবর্তীর এজলাসে এই বিষয়ে সহমত পোষন করা হয়নি ৷ বিকাশ মিশ্রর জামিনের আবেদন নাকচ করা হয়েছে।

আরও পড়ুন -  বিজ্ঞান ও প্রযুক্তি নীতি গঠনে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মতামত নেওয়া হবে