Paralympics: প্যারা অলিম্পিক থেকে বাদ দেয়া হয়েছে রাশিয়াকে

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে ফুটবল, টেনিস, তায়কোয়ান্দোর পর এবার নিষেধাজ্ঞা নেমে এলো রাশিয়ার প্যারা অলিম্পিক টিমের ওপর। আগামী শীতকালীন প্যারা অলিম্পিক থেকে বাদ দেয়া হয়েছে রাশিয়াকে।

শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হবে এবারের শীতকালীন প্যারা অলিম্পিকের আসর। তার দুই দিন আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি রাশিয়া এবং বেলারুশকে প্রোতিযোগিতা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -  Asia: এশিয়া সফরে প্রেসিডেন্ট জো বাইডেন

এদিকে আগেই বিশ্ব ফুটবলের সবচ্যে বড় দুই সংস্থা ফিফা অ উয়েফা নিষিদ্ধ করেছিলো রাশিয়াকে। ফিফা জানায় আসছে কাতার বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়া, এছাড়াও দেশটির সকল ক্লাবকে ইউরোপের সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে উয়েফা। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালও সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নিয়েছে উয়েফা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পক্ষ থেকেও রাশিয়া এবং বেলারুশের জাতীয় দলকে নিষিদ্ধ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্টও কেড়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন -  Samira Khan Mahi: অভিনয়ে আসিনি টাকার জন্য, নিজেকে বিকশিত করতে চাইঃ সামিরা খান মাহি

দেশ হিসেবে না হলেও নিরপেক্ষভাবে প্যারা অলিম্পিকে অংশ নিতে পারবেন দেশ দুটির অ্যাথলেটরা। নিজেদের দেশের পতাকা ব্যবহার করতে পারবেন না তারা। তাদের দেশের জাতীয় সংগীতও ব্যবহার করা যাবে না। রাশিয়ান গ্রাঁ পি তো বাতিল হয়েছেই সাথে রাশিয়া আর বেলারুশকে মোটর স্পোর্টিং থেকে নির্বাসিত করা হয়েছে।

আরও পড়ুন -  Weather Update: দুর্যোগের ইঙ্গিত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি হবে?

দেশ দুটিকে নিষিদ্ধ করা হলেও, প্রতিযোগীরা চাইলে ব্যাক্তিগতভাবে এইসব প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের দেশের হয়ে অংশ নিতে পারবে না। তাদের দেশের পতাকাও উড়বে না আবার তাদের জাতীয় সঙ্গীতও বাজবে না।