১০ই মার্চ গণতান্ত্রিক বিস্ফোরণ ঘটার পর, বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দাবি সাংসদ অর্জুন সিংয়ের

Published By: Khabar India Online | Published On:

১০ই মার্চ গণতান্ত্রিক বিস্ফোরণ ঘটার পর বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দাবি সাংসদ অর্জুন সিংয়ের।

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ    আগামী ১০ মার্চ গণতান্ত্রিক বিস্ফোরণ ঘটার পর বাংলায় বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেলে দলীয় প্রার্থীদের নিয়ে মিছিলে সামিল হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অধীনস্থ জগদ্দলের অকল্যান্ড মিলের মাঠ থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল ঘোষপাড়া রোড ধরে পুরো ১৮ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে। তারপর বর্ণাঢ্য মিছিল ঘোষপাড়া রোড ধরে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে। সাংসদ ছাড়াও এদিনের পদযাত্রায় অংশ নিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক দিন্দা, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, লড়াকু নেতা তথা ১৯ নম্বর ওয়ার্ডের সঞ্জয় সিং, অঞ্জনী সিং। তবে এদিনের মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে এত মানুষের সমাগম নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের দাবি, বিজেপির বিকল্প কিন্তু বিজেপিই। সাংসদের অভিযোগ, নির্বাচন বিধি অমান্য করে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নোয়াপাড়া থানায় এসেছিলেন। যদিও মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে কোনও ফল মেলেনি।

আরও পড়ুন -  BSNL 5G: একটা বড় আপডেট, কোথায় চালু হবে নতুন BSNL 5G