Farhan-Shibani Wedding: ঠোঁট ঠাসা চুম্বনের ছবি নজর কেড়েছে, ফারহান-শিবানীর বিয়ের ছবি !

Published By: Khabar India Online | Published On:

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফরহান আখতার ও তার দীর্ঘদিনের সহবাস সঙ্গিনী শিবানী ডান্ডেকর। শনিবার থেকেই তাদের বিয়ের কিছু মুহূর্তের ছবি ভাইরাল হতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে তাদের অনুরাগীদের পাশাপাশি নেটিজেনরা রীতিমতো অপেক্ষায় ছিলেন কখন তারা নিজেদের প্রোফাইল থেকে তাদের বিয়ের মূল্যবান কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নেবেন। বুধবার ফারহান আখতারের পাশাপাশি শিবানী ডান্ডকরও নিজেদের বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন, এই মুহূর্তে তাদের শেয়ার করা সেই সমস্ত ছবি রীতিমত ভাইরাল নেটমাধ্যমের পাতায়।

আরও পড়ুন -  ফারাহ খান ও ফারহান আখতারের জন্মদিন আজ

 শেয়ার করা ছবিগুলিতে উঠে এসেছে সেদিনের নানা মুহুর্ত। এদিন নিজেদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই একে অপরের সাথে থাকার অঙ্গীকার নিয়েছেন তারা। মহারাষ্ট্রের রীতিনীতি মেনে বিয়ে হওয়ার কথা থাকলেও, এদিন মহারাষ্ট্রীয় কিংবা ইসলামী কোন ধর্ম মেনেই বিবাহ সম্পন্ন হয়নি। বরং নিজেদের লেখা শপথ বাক্য পাঠ করে একে অপরের সাথে জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন তারা। তার ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। শাবানা আজমি ও জাভেদ আখতারের বাগানবাড়ি ‘সুকুন’এ নিজেদের বিয়ের পর্ব সেরেছেন তারা। সেখানেই উপস্থিত হয়েছিলেন সকলে। সকলের পাশাপাশি উপস্থিত ছিলেন তার দুই মেয়ে শাকিয়া এবং আকিরাও। বাবার সাথে ছবিও তুলেছে তারা। সেই ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  দ্বীপটি এক মাত্র নারীদের প্রবেশ

ছবি সবথেকে বেশি নজর কেড়েছে শপথ বাক্য শেষে ফারহান আক্তার ও শিবানী ডান্ডেকরের ঠোঁট ঠাসা চুম্বনের ছবি। শশুর জাভেদ আখতারের সাথে নাচতে দেখা গিয়েছে শিবানীকে। অন্যদিকে শিবানীর বাবা অর্থাৎ ফারহানের শশুরের সাথে নাচতে দেখা গিয়েছে শাবানা আজমিকে।

 সপরিবারে উপস্থিত ছিলেন হৃত্বিক রোশানও। এদিন তার সাথে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির হিট গান ‘সেনোরিটা’র সাথে নাচতে দেখা গিয়েছে দীর্ঘদিনের দুই বন্ধুকে। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর মহাদেভান। ফরহান ও শিবানীর বিয়ের দিন গানও গেয়েছেন তিনি। সেই ছবিগুলিও নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
এদিন ফরহান আখতারকে কালো ট্যাক্সিডোতে দেখা গিয়েছে। শিবানীকে খ্রিস্টানদের মতো গাউনে দেখা গিয়েছে তবে তা সাদা ও লাল মেলবন্ধনে। তার মাথায় ছিল লাল রঙের বড় ওড়না। একেবারে অন্যরকমভাবে একে অপরের সাথে জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন তারা। তবে আপাতত তাদের বিয়ের ফটো এই মুহূর্তে ভাইরাল।

আরও পড়ুন -  Farhan-Shibani: প্রেমিকা অন্তঃসত্ত্বা বলেই কি তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে ফারহান আখতার!