তৃণমূল বিধায়কের স্বামী যেখানে পুলিশ সুপার, সেখানে অপরাধীরা শাস্তি পাবে তো?

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ   তৃণমূল বিধায়কের স্বামী যেখানে পুলিশ সুপার সেখানে অপরাধীরা শাস্তি পাবে তো? ছাত্র নেতা আনিস হত্যাকাণ্ড নিয়ে এই প্রশ্ন তুললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্ত্তী। বুধবার বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা মোড়ে ২২ও ২৪ নং ওয়ার্ডে সিপিআই এম প্রার্থী দেবাশীষ রায় ও সঞ্জয় কুন্ডুর সমর্থনে এক পথসভায় বক্তব্য’ রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, প্রথমে পুলিশ যোগের বিষয়টি মানতেই চাওয়া হয়নি। পরে রাজ্য জুড়ে ছাত্র যুবদের আন্দোলনের চাপে পুলিশ কর্মীদের সাসপেণ্ড ও গ্রেফতার করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন -  Sand Mafia Parvez Siddiqui Arrested: কুখ্যাত বালি মাফিয়া পারভেজ সিদ্দিকী কে গ্রেপ্তার

সাংবাধিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে সুজন চক্রবর্ত্তী বলেন, এই অধিকার চলে গেলে মানুষ দূর্বল হয়ে পড়বে। তৃণমূল আর বিজেপি দু’দলই চাইছে মানুষকে দূর্বল করে দিতে। এরাজ্যে মানুষের অধিকার বাম আমলেই মজবুত ছিল বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন -  Poush Parvan: পৌষ পার্বণে কেন পিঠে পুলি খাওয়া হয়?