মালদা জেলা পরিষদের সভাধিপতি পদে বসলেন, এটিএম রফিকুল হোসেন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ ফেব্রুয়ারিঃ   দীর্ঘ কয়েকমাস পর মালদা জেলা পরিষদের সভাধিপতি পদে বসলেন এটিএম রফিকুল হোসেন।

বুধবার দুপুরে মালদা জেলা পরিষদের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সভাধিপতির দায়িত্ব তুলে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদারের উপস্থিতিতে নির্বাচিত হন মালদা জেলা পরিষদের সদস্য রফিকুল হোসেন। একটি নাম প্রস্তাবিত হওয়ার জন্য ভোটাভুটি হয়নি। ৩০ জন সদস্য তাকে সমর্থন করেন বলে জানান অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার।

আরও পড়ুন -  টিআরপিতে এবার অন্য ভাবে চমক দিয়েছে এই সিরিয়াল, পর্ণা এবং ফুলকিকে হারিয়ে প্রথম বার টপার হলেন

গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সভাধিপতি পদ ছেড়ে ছিলেন গৌড় মন্ডল।
এরপর থেকে শুন্য ছিল সভাপতির পদ।
সভাধিপতির দায়িত্ব নিয়ে রফিকুল হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করবেন তিনি।
তাকে সভাধিপতি পদে নির্বাচিত করার জন্য তিনি ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জেলা নেতৃত্বকে।
দায়িত্ব নেওয়ার পর নব নির্বাচিত সভাধিপতি রফিকুল হোসেনকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান তৃণমূলের নেতাকর্মীরা।

আরও পড়ুন -  ব্রান্ডেড ধূপকাঠির নামে নকল ধূপকাঠি বানিয়ে সাপ্লাইয়ের অভিযোগে আটক এক