যে কোন সময় হামলা, ইউক্রেনে

Published By: Khabar India Online | Published On:

 ইউক্রেনে যে কোন সময় হামলা চালাতে পারে বলে পুনরায় হুঁশিয়ার করল যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে মার্কিন প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে এক ব্যতিক্রমী বৈঠকে বসছেন। কারণ, তিনি নিশ্চিত হয়েছেন- কয়েকদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করেছে।

আরও পড়ুন -  ন্যাশনাল ডিফেন্স কলেজের হীরক জয়ন্তী উদযাপন

এদিকে পশ্চিমা রাজনীতিবিদরা সংকট নিয়ে আলোচনা করতে মিউনিখে মিলিত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন সংকটই ছিল এ সম্মেলনে আলোচনার মূল বিষয়।

পাসাকি আরো বলেন, প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দল আবারো নিশ্চিত করেছে যে রাশিয়া ইউক্রেনে যে কোন সময় হামলা চালাতে পারে।

আরও পড়ুন -  ক্যামেরার সামনে দিব্যা, পোশাক কাঁধ থেকে সরিয়ে, ভক্ত কুলের ঘুম উড়েছে, PHOTOS

এছাড়া মস্কোও বারবার বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই। যদিও ইউক্রেন সীমান্ত ঘিরে রাশিয়া লক্ষাধিক সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। ছবি- সংগৃহীত