শেষ রবিবাসরীয় প্রচারে অর্জুন সিং

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ    সন্ত্রাসমুক্ত বাংলা গড়তে সিপিএম ও কংগ্রেসকে বিজেপিকে ভোট দেবার আহ্বান করলেন সাংসদ অর্জুন সিং।
রবিবার ছুটির দিন সাতসকালেই ভাটপাড়ার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর ১ নম্বর ওয়ার্ডের কালিমন্দিরের কাছ থেকে প্রচার শুরু করেন। ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে সেই কালীমন্দিরের কাছেই প্রচার শেষ হয়। সন্ত্রাসের আবহে ঘর থেকে বাইরে বেরিয়ে যেভাবে সাংসদকে আশীর্বাদ করলেন মানুষজন, তাতে অভিভূত সাংসদ অর্জুন সিং। প্রচার শেষে তিনি বললেন, তৃণমূলের তিনটি বাদর। নির্বাচন কমিশন, পুলিশ আর গুন্ডা। এই তিনটি বাদরের বাইরে ওদের কিছুই নেই। সিপিএম ও কংগ্রেসের বিষয়ে সাংসদের বক্তব্য, ওই দুটি দল মুছে গিয়েছে। সন্ত্রাস মুক্ত বাংলা গড়তে ওই দুটি দলের বিজেপিকে ভোট দেওয়া উচিত।

আরও পড়ুন -  নতুন ২৫০ সিসির ইঞ্জিন নিয়ে আসছে Yamaha RX100, বাইকপ্রেমীদের জন্য বড় সুখবর