দুষ্কৃতী মূলক কাজের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক দুষ্কৃতীকে পাকড়াও

Published By: Khabar India Online | Published On:

  নিজস্ব সংবাদদাতা, মালদাঃ    দুষ্কৃতী মূলক কাজের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক দুষ্কৃতীকে পাকড়াও করল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর এ অভিযান চালিয়ে মানিকচকের শেখপুরা এলাকা থেকে ধৃতকে পাকড়াও করে পুলিশ। শনিবার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মালদা জেলা আদালতে পাঠানো হয় পুলিশের তরফে।

আরও পড়ুন -  Nora Fatehi: নতুন লুকে দেখা দিলেন নোরা ফাতেহি,আঁটসাঁট পোশাকে, মুগ্ধ ভক্তরা

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম আবু তালেব। শেখপুরা এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে পুলিশের দল অভিযানে নামে। শেখপুরা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে থাকায় ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ আটক করে তল্লাশি চালায়। যার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। তারপরই ধৃতকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশ জানাচ্ছে, কোন দুষ্কৃতী মূলক কাজের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃত ব্যক্তি ঘোরাঘুরি করছিল।তবে পুলিশের হাতে ধরা পড়ে যায়। শনিবার ধৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত বা কি উদ্দেশ্য ছিল ধৃতের সমস্ত বিষয় জানতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

আরও পড়ুন -  ২১০ টি গোল দেবঃ খাদ্যমন্ত্রী