মাঘী পূর্ণিমায় ফের ভক্ত সমাগম ভারত সেবাশ্রম সঙ্ঘে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   মাঘী পূর্ণিমায় ফের ভক্ত সমাগম ভারত সেবাশ্রম সঙ্ঘে।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৭তম আবির্ভাব বর্ষ উপলক্ষে দীর্ঘ কোভিড পরিস্থিতি কাটিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা উৎসব। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে বুধবার সকাল থেকে দিনভর চলছে নানা অনুষ্ঠান। সকাল থেকে পূজা পাঠ, ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত, সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের দেখানো পথেই মানুষের সেবার মাধ্যমে সঙ্ঘকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সঙ্ঘের বর্তমান সন্ন্যাসীরা। গুরু মহারাজের আবির্ভাব তিথির আগেই কোভিড কিছুটা স্থিমিত হয়ে গেছে। তারপরেও সঙ্ঘ থেকে কোভিড বিধি মেনে চলতে এবছর সঙ্ঘ বিশেষ কোনও অনুষ্ঠান কর্মসূচি রাখেনি। তা সত্ত্বেও হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে এদিন।

আরও পড়ুন -  World Trade Centre in Kolkata: এবার কলকাতাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, স্বাক্ষরিত হল মউ, কাজ পাবেন বহু জন