চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

Published By: Khabar India Online | Published On:

শেষ পর্যন্ত আর লড়াইটা জিততে পারলেন না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যাতেই থামল গানের ইন্দ্রধনু। বেসরকারি এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। খবর টুইট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

জানা গিয়েছে, কার্ডিয়ার অ্যারেস্ট হয় তাঁর। তার জেরেই মৃত্যু। পরিবারের সদস্যরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। আগামী কাল দুপুর ১২টার সময় দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখান থেকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজ্যের সর্বোচ্চ সম্মান গান স্যালুট দেওয়ার পর হবে শেষকৃত। একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৬ জানুয়ারি সন্ধেবেলা আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। জানা গিয়েছে, শৌচালয়ে পড়ে গিয়ে চোট পান। পরের দিন গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিল্পীকে। সেখানে উডবার্ন বিভাগে ভর্তি করা হয়। জানা গিয়েছিল, ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর। এর পর পরীক্ষা করে কোভিড ধরা পড়ে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।

আরও পড়ুন -  এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার দোলের দিনে

কোভিড থেকে সেরে উঠেছিলেন। তবে ফুসফুসে সংক্রমণ ভোগাচ্ছিল। আজ সকাল থেকেই তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। রক্তচাপ কমতে থাকে। ভোগাচ্ছিল পেটের যন্ত্রণা। আইসিইউ–তে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আরও পড়ুন -  কি আলোচনা হলো? কিম-পুতিনের বৈঠকে