মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন পালন ময়নাগুড়ি জুড়ে।
সজল দাশগুপ্ত, ময়নাগুড়িঃ রাজবংশী জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৬ তম জন্মদিবস পালন করা হলো ময়নাগুড়ি ব্লক জুড়ে। এদিন বিভিন্ন সংগঠন এই দিনটিকে পালন করেন। ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি পাঠাগার ও ভাওয়াইয়া সঙ্গীত কল্যাণ সমিতির পক্ষ থেকে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ময়নাগুড়ি দমকলের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ, এক্স কেএলও লিংকম্যান ডেমোক্রেটিক অর্গানাইজেশন এর সভাপতি টম অধিকারী, সংগঠনের সভাপতি রামমোহন রায়, সম্পাদক প্রিয়নাথ রায় সহ প্রমুখরা। এদিন প্রথমে জল্পেশ মন্দিরের সামনে থাকা মনিষির মূর্তিতে মাল্য দান করা হয়। এরপর বরণ করে অতিথিদের অনুষ্ঠান মঞ্চে নিয়ে যাওয়া হয়। অতিথিদের হলুদ গামছা, গুয়া পান দিয়ে বরণ করে নেওয়ার পর শুরু হয় মূল মঞ্চের অনুষ্ঠান। স্বাগত ভাষন ও মনিষির জীবন সম্পর্কে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বৃন্দরা। এরপর বেশ কিছু দুঃস্থ পরিবারের হাতে মশার উপদ্রব বা মশা জাতীয় বিভিন্ন রোগ থেকে রেহাই মিলতেই এই মশারি বিতরণ করা হয়। এদিন প্রায় ১৫০টি দুঃস্থ পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আরও কম্বল বিতরণ করা হবে । সংগঠনের সভাপতি রামমোহন রায় বলেন, ” আমরা অত্যন্ত খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মনিষির জন্মদিন ছুটি ঘোষণা করেছেন। আমরাও এই দিনটিকে স্মরণীয় ভাবে পালন করলাম।”