সেরা অভিনেত্রী হলেন জয়া

Published By: Khabar India Online | Published On:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নানা রকম স্বীকৃতি পেয়ে তিনি স্বনামে কাজ করে যাচ্ছেন কলকাতার সিনেমাতেও।

এবার পেলেন আরও একটি পুরস্কার। সিনেমা সাংবাদিকদের সংগঠন `ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন` আয়োজিত `সিনেমার সমাবর্তন` শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে `বিনি সুতোয়` সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

আরও পড়ুন -  Bhojpuri Song: আম্রপালি, নীরাহুয়ার কোলে কি করছেন ? ক্লিক করলে লজ্জায় পড়বেন

এই প্রাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানালেন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি পুরস্কার পাওয়ার খবর দেন।

পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, `সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।`

আরও পড়ুন -  সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ১৩২ তম জন্মদিন পালন

প্রসঙ্গত, `বিনি সুতোয়` সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ছবিটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।