Deepika: বিরক্ত দীপিকা, রণবীরের একটি স্বভাবে !

Published By: Khabar India Online | Published On:

স্বামী রণবীর সিংহের কোন অভ্যাসে বিরক্ত হন দীপিকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।
উত্তরে দীপিকা বললেন, ‘আমাকে বিরক্ত করতে ওকে খুব বেশি কিছু করতে হয় না। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি দু’গ্রাস খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়।’

আরও পড়ুন -  Strawberry Ice Cream: সহজ উপায় স্ট্রবেরি আইসক্রিম তৈরি করুন পুজোর সময় বাড়িতে

অন্যদিকে রনবীরের কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে? এ প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সকলের কথা ভাবতে পারে।’

সঞ্জয় লীলা ভান্সালীর ‘রামলীলা’-র সেটে আলাপ হয় রনবীর-দীপিকার। সেই থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন -  Urfi Javed: ব্লাউজ-অন্তর্বাস ছাড়াই তুমুল নাচ উরফির, তোলপাড় সোশ্যাল মিডিয়া