ঘোমটা, জিনস বা হিজাব কী পরবে সেটা নারীর অধিকারঃ প্রিয়াঙ্কা

Published By: Khabar India Online | Published On:

 হিজাব বিতর্কে আগে থেকেই সরব ছিলেন কংগ্রেস নেত্রী রাহুল গান্ধী। ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে টুইট করেন কংগ্রেস নেত্রী। তিনি লিখেছেন ‘যদি কেউ কোনও পোশাক পরে সেটা তার নিজের পছন্দ। এই অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত।’

তিনি আরও বলেন, ‘বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স হোক কিংবা হিজাব, কে কী পরতে চায় সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন নারীর আছে। এই অধিকারটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। মহিলাদের হয়রানি বন্ধ করুন’।

আরও পড়ুন -  পায়ে ও কোমরে চোট পেয়ে হাসপাতালে মমতা, হেলিকপ্টারে জরুরি অবতরণ

প্রসঙ্গত, কিছুদিন আগেই কর্নাটকের উদুপি জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তারপর সেখানে অন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই রকমের নির্দেশিকা প্রকাশিত হওয়ার কারণে বিতর্ক আরও বেড়েছে। সেটি গড়িয়েছে আদালত পর্যন্ত। বিতর্ক নিয়ে সম্প্রতি রাজ্যে চলা তপ্ত আবহের জেরে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিয়েছে কর্নাটক সরকার। আপাতত তিন দিন রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার আবেদন জানান হয়েছে।

আরও পড়ুন -  একরত্তি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন অভিনেত্রী কণীনিকা

হিজাব কাণ্ড কর্নাটকের পাশাপাশি জাতীয় রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় পাথর ছোড়ার মত ঘটনাও ঘটেছে। আপাতত কর্নাটক হাই কোর্ট শুনানি স্থগিত করেছে। মুসলিম ছাত্রীদের তরফে সংবিধানের ১৫ ও ২৪ ধারার উল্লেখ করে বলা হয়েছে হিজাবে নিষেধাজ্ঞা জারি আসলে মৌলিক অধিকারের প্রতি হস্তক্ষেপ। সূত্র: জি নিউজ / ছবি: জি নিউজ

আরও পড়ুন -  Ricky: রিকি লাইটফুট, দৌড়ে ঘোড়াকে হারিয়ে দিয়েছেন !