Book Fair: ৩৩তম মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন, মহারাজ স্বামী ত্যাগোরুপানন্দজী মহারাজ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ   সরকারি সমস্ত ধরনের করোনা বিধি মেনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩৩তম মালদা জেলা বইমেলার উদ্বোধন।

মঙ্গলবার বিকেলে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস সংলগ্ন ময়দানে প্রদীপ প্রজ্জ্বলন করে বইমেলার উদ্বোধন করেন মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ত্যাগোরুপানন্দজী মহারাজ।

আরও পড়ুন -  ভোট কেন্দ্রে এসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সঙ্গে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, তিন বঙ্গরত্ন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, ডাক্তার দেবাশিস সরকার, ইতিহাসবিদ রাধাগোবিন্দ ঘোষ, মালদা জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুন -  স্বপ্না চৌধুরী ব্যাকলেস স্যুট পরে সকলকে নাচিয়ে ছাড়লেন, এই নাচ দেখলে কারেন্ট লাগবে (VIDEO)

এদিন প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয় তারপর লতা মঙ্গেশকরের ছবিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। ৮ই ফেব্রুয়ারি থেকে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মালদা জেলা বইমেলা। মালদা কলকাতা সহ বিভিন্ন প্রকাশনীর ১৩০টি বইয়ের স্টল রয়েছে মেলায়। প্রতিদিন দুপুর 12:30 থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত চলবে মেলা।

আরও পড়ুন -  গাজার ১৫২৫ শিশু নিহত, ইসরায়েলি হামলায়