“কিছু তো চাহিনি আমি’

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ধুপগুড়ির কিছু প্রতিভাবান তরুণ তরুণী নিয়ে গঠিত ডাকবাক্স একটি থিয়েট্রিকাল গ্ৰুপ তারা মুলতঃ বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করে ।। তাদের কাহিনী সম্পুর্ন তাদের ই স্বরচিত এবং শর্টফিল্ম এর যে ব্যাকগ্ৰাউন্স স্কোর এবং গান ব্যাবহার করা হয় সেগুলো সব তাদের নিজেদের ই তৈরি । “সবার তো আর সবটা হয় না” থেকে আত্মপ্রকাশ তার পর পরিক্ষামূলক বাংলা শর্টফিল্ম “আত্মপ্রতিকৃতি”এবং “কিছু তো চাহিনি আমি’ নামে একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে ডাকবাক্স হাজির হতে চলেছে খুব শীঘ্রই ১৪ ই ফেব্রুয়ারি।

আরও পড়ুন -  Eman-Nishat Salwa: ইমন-সালওয়ার প্রথম গান প্রকাশ্যে, সিনেমা মুক্তি ১৬ সেপ্টেম্বর

ডাকবাক্সের সদস্য রা হলেন সূর্যস্নাত বসু,চম্পক দত্ত,দেবস্মিতা মৈত্র,অভিনন্দিতা চক্রবর্তী, দেবাশীষ সাহা এবং সৌরভ রক্ষিত ।যেখানে চম্পক দত্ত ডাকবাক্স টিমের মেন্টর এবং অভিনেতা হিসেবে কাজ করে থাকেন এছাড়া অভিনন্দিতা চক্রবর্তী ও দেবস্মিতা মৈত্র গান ও অভিনয় এই দুটো বিভাগ এই থাকেন , দেবাশীষ সাহা অভিনয় এবং সৌরভ রক্ষিত অভিনয় ও সহযোগী ক্যামেরাম্যান হিসেবে ডাকবাক্সের কাছে অবদান রেখে চলেছে ।সূর্যস্নাত বসু হলেন ডাকবাক্সে র কাহিনীকার, পরিচালক এবং এডিটর।

আরও পড়ুন -  বিজেপির দুর্নীতির প্রতিবাদ করে স্বারকলিপি জমা দিলেন, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস