গ্ল্যামারগার্ল তমা মির্জা

Published By: Khabar India Online | Published On:

প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে ইষ্টিশনে, লাইনে দাঁড়া তুই, লাইনে দাঁড়া, তোর কিসের তাড়া, আমি টিকেট না দিলে তোর কোন উপায় নাই রে…। কৌশিক হোসেন তাপসের এমন কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিলেন নতুন প্রজন্মের শিল্পী রেশমি মির্জা। গানবাংলা টেলিভিশনের পর্দায় উইন্ড অফ চেঞ্জ এর আয়োজনে ‘কমলা সুন্দরী’ গেয়ে নিজের কন্ঠের যাদুকরীতে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার গাইলেন আইটেম ঘরানার এ গানটি।

আরও পড়ুন -  বেসরকারিকরণের প্রতিবাদে ব্যাঙ্ক ধর্মঘট চলছে

গানের তালে নিজেকে ভেঙে নতুনরূপে গ্ল্যামারগার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। টিজার প্রকাশের পর রবিবার (৬ ফেব্রুয়ারি) টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল পুরো গানটি।

গানটি নিয়ে উচ্ছ্বসিত রেশমি বলেন, “মাত্র তিন মিনিটে গানটি লিখে দেন তাপস ভাই। গান শেষে যখন ভিডিওটা দেখলাম আমি কাঁদছিলাম। আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গানে এত বিপুল বাজেটের এ ভিডিও তৈরির সাহস একমাত্র টিএম কাপলই করতে পারে। টিএম রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা। গানটি উৎসবে আনন্দে সবার মনে বাজুক।”

আরও পড়ুন -  নব-বিলড ডাক

টিএম রেকর্ডসের পূর্বপ্রকাশিত দুটি গানে নেচেছিলেন সানি লিওনি ও নুসরাত জাহান। এবার তাদের নতুন সেনসেশন হয়ে ধরা দিলেন তমা মির্জা। তিনি বলেন, “এটা আমার লাইফের বেস্ট কাজ। টিএম রেকর্ডসের গানগুলো ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর প্রত্যেকটি গানই বাংলাদেশের জন্য এসেট (সম্পদ)। এ গানটিতে তাই, আমি নিজ থেকেই হয়ে কাজটি করতে চেয়েছি। দর্শক আমাকে এর আগে শান্ত লুকে দেখেছে, এবার গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করলাম। খুব গোছানো একটা প্রোডাকশন ছিল। টিএম কাপল যেখানে আছেন খুব ভালো কিছু হতে যাচ্ছে সে বিশ্বাস ছিল, আছে ও থাকবে। আমি খুব এক্সাইটেড।”

আরও পড়ুন -  BJP Nbanna Abhijan: সাঁতরাগাছি, বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, শুভেন্দু গ্রেপ্তার