মোল্লা জসিমউদ্দিনঃ সপরিবার আইনজীবী আক্রান্ত ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো রাজ্যের আইনজীবীমহল।মঙ্গলবার দুপুরে রাজ্যব্যাপী চলে এই বিক্ষোভ প্রদর্শন। গত ১৩ জানুয়ারি বনগাঁর গাইঘাটা থানার বাসিন্দা আইনজীবী রণি মন্ডলের বাড়িতে ঢুকে একদল ব্যক্তি আইনজীবী ও তার মা কে খুব খল মারধোর ও হেনস্তা করে থাকে ।বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ । বর্তমানে দুজনই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন । এখনো অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয় নি।’সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের তরফে দোষীদের শাস্তির দাবীতে এবং আইনজীবীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করে থাকে ।দলমত নির্বিশেষে বিভিন্ন কোর্টের আইনজীবিরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহন করেন।এ প্রসঙ্গে সংঘঠনের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন -” আইনজীবীদের সুরক্ষার প্রশ্নে সংঘঠন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এছাড়াও বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। রণি মন্ডলের ঘটনায় পুলিশ পদক্ষেপ না নিলে আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলনের পথে যাব”। আইনজীবী সংগঠনের সম্পাদক শুভাশীষ চন্দও একই মত পোষন করেন।