কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, তৃণমূল প্রার্থীর প্রচারে আসানসোলে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   এবারের পুরনির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর।

আসানসোল পুরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উৎপল সিন্হার প্রচারে সোমবার এলেন ভুবন বাদ্যকর।14 নম্বর ওয়ার্ডের পরিড়াতে এক জনসভায় উপস্থিত হয়ে সেখানে কাঁচা বাদাম গান গেয়ে সকলের মনোরঞ্জন করেন ভুবন বাদ্যকর। তবে করোনা আবহে একদিকে ভিড় ও অন্য দিকে বেশ কিছু মানুষ মাক্স না পরেই জমায়েত করতে দেখা যায়। এই নিয়ে প্রার্থী উৎপল সিন্হা বলেন, আমরা দলের তরফ থেকে মাক্স সেনিটাইজার এর ব্যবস্থা রেখে ছিলাম।

আরও পড়ুন -  Web Series: লজ্জার সমস্ত সীমা পার করে দিলেন ললিতা ভাবী, ছোটদের বা বড়দের সামনে এই সিরিজটি দেখা যাবে না

এদিকে ভুবন বাদ্যকর কে কোভিড বিধি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কোভিড বিধি মেনে মাক্স পরা দরকার,তবে তিনি শুধু তৃণমূলের হয়েই প্রচার করবেন , আর কারো হয়ে প্রচার করবেন না।আগামী দিনে তিনি বাদাম বিক্রি না করে শিল্পী হয়ে থাকতে চান।

আরও পড়ুন -  মনিপুরী নিয়ম মেনেই নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দিরে পালিত হচ্ছে দোল উৎসব