প্রতিনিয়ত কাজ করে চলেছে, খাবার তুলে দিলেন লায়ন্স সেবা !

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ময়নাগুড়ি, ১৪ জানুয়ারি: ময়নাগুড়ি দোমহনী এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার। বিকানের এক্সপ্রেস লাইন চ্যুত হয়ে পড়ায় মৃত হয় ৯ জন। আর সেখানে স্বেচ্ছা সেবী সংগঠন সহ জেলা প্রশাসন কাজ করে চলেছেন।

আরও পড়ুন -  Dance Video: আগমনীর গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ‘এলো মা দুগ্গা’

প্রতিনিয়ত কাজ করার পাশাপাশি সাংবাদিকরাও ঘটনাস্থল থেকে লাগাতার খবর সম্প্রচার করেন। এই অবস্থায় শুক্রবার ময়নাগুড়ি লায়ন্স সেবার পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। এদিন সাংবাদিক সহ উদ্বার কাজে সহযোগকারী সকলকেই এই খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন -  Web Series: পুত্রবধূ শেষ ইচ্ছা পূরণ করলেন শ্বশুরের, ঘনিষ্ঠ দৃশ্যের সিরিজটি বাচ্চাদের সামনে দেখা যাবে না